হোম > জাতীয়

গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার পর মুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। 

শ্যামল গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই এবং তাঁর ছোট বোন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একজন সমন্বয়ক। এ ছাড়া শ্যামল জাতীয় নাগরিক কমিটির সদস্যও।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য কাছের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পৌনে ৫টার দিকে তাঁকে আবার নিজ বাসায় দিয়ে আসা হয়। 

আইএসপিআর আরও জানায়, শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং এই মামলায় তিনি কারাভোগ করেছিলেন। এ ছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়। 

তবে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে বাসা থেকে শ্যামলকে তুলে নেওয়া হয়। 

ওয়ার্ড বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এ ঘটনার বিচার চেয়ে আসছেন তাঁর বোন সানজিদা ইসলাম তুলি।

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

সেকশন