হোম > রাজনীতি

পিটার হাসের চিঠি এখনো পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে আজ সোমবার জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি চলে যাওয়ার পর জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

এ দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।

কূটনৈতিক একটি সূত্র জানা গেছে, দল তিনটি হলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। আরও দুইটি দলকে এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন জাপার মহাসচিবও।

যদিও বিএনপি চিঠি পেয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানামতে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো বিএনপির কাছে আসেনি। আমার হাতে পৌঁছায়নি। দলের অন্য কোনো নেতার কাছে গেছে কি না, তা বলতে পারছি না।’
 
তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন রিজভী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই গণতন্ত্রের বন্ধু। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে অবস্থান নিয়েছে।’

বাংলাদেশের রাজনীতিতে বেগমের প্রত্যাবর্তন

আ.লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ

নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে: মির্জা ফখরুল

জনগণ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে, ভুল করলে আরও কিছু দেখাবে: তারেক রহমান

৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিল বিএনপি

সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, চলতে পারে একসঙ্গে: মির্জা ফখরুল

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

সেকশন