হোম > রাজনীতি

ভিন্নমত দমনে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি: গণ অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হয়রানির উদ্দেশ্যে ভিত্তিহীন মামলায় গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছে দলটি। দলটির দাবি, ভিন্নমত দমন ও সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে সরকারের ইঙ্গিতে এসব করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

২০২২ সালের ১ জুন নুর তাঁর ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে লেখা পোস্ট করেন। পরে কটূক্তির অভিযোগে ২০২২ সালের ১৪ জুন মামলা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। সেই মামলায় নুরকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবীর গ্রেপ্তারের আদেশ দেন। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মো. রাশেদ খান বলেন, ভিন্নমত দমন ও সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যে নুরুল হক নুরের বিরুদ্ধে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জনবিচ্ছিন্ন ভারতীয় তাঁবেদার সরকার দেশে একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত নির্মূলে প্রশাসন, আদালতকে দলীয়করণ করে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। 

তিনি আরও বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় আদালতও এখন সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। বিচারব্যবস্থাও কার্যত এখন সরকারের হাতে বাক্সবন্দী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসও যার ভুক্তভোগী। 

রাশেদ বলেন, সরকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আপসহীন কণ্ঠ থামিয়ে দিতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নুরুল হক নুর এ দেশের মানুষের কাছে এক সংগ্রামী চরিত্রের নাম। হামলা-মামলা করে অতীতেও তাঁর মনোবল দমন করা যায়নি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও তাঁর মনোবল দুর্বল করা যাবে না। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সর্বদলীয় বৈঠক: ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্ন

শেখ হাসিনার জন্য ভারত অস্থির হয়ে গেছে: রিজভী

ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়ো না করার আহ্বান জোনায়েদ সাকির

সেকশন