হোম > রাজনীতি

হাইকোর্টে আবেদনের পর মেজর হাফিজকে ভারতে যেতে দিল ইমিগ্রেশন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাঁটুতে অস্ত্রোপচারের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারতে গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানান তিনি।
 
গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ ভারতে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দর ইমিগ্রেশনে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। সেদিন তাঁর স্ত্রী দিল্লি গিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে মেজর হাফিজের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত রয়েছে।

এ আগে মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন আহমদ জানান, দিল্লির একটি হাসপাতালে পরদিন বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তিনি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গেলে তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। 

পরে তিনি নিজ বাসায় ফিরে যান। বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত। এটি খুবই দুঃখজনক।’ 

পরে গতকাল বুধবার বিদেশে যাওয়া ও ফিরে আসার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। 

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

বাংলাদেশের রাজনীতিতে বেগমের প্রত্যাবর্তন

আ.লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ

নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে: মির্জা ফখরুল

জনগণ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে, ভুল করলে আরও কিছু দেখাবে: তারেক রহমান

৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিল বিএনপি

সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, চলতে পারে একসঙ্গে: মির্জা ফখরুল

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

সেকশন