হোম > খেলা > ক্রিকেট

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

ক্রীড়া ডেস্ক    

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়েছেন সাজিদ খান (বাঁয়ে)। তিনিই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ছবি: এএফপি

মুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম টেস্টে পড়তে থাকে মুড়ি মুড়কির মতো উইকেট। সব মিলিয়ে খেলা হয়েছে ১০৬৪ বল। পড়েছে ৪০ উইকেট, রান হয়েছে ৬৪৭। বলের হিসেবে পাকিস্তানের মাঠে এটা সংক্ষিপ্ততম টেস্ট। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৯০ সালে। ফয়সালাবাদে সেবার ১০৮০ বলে শেষ হয়েছিল টেস্ট। সেই টেস্টেও পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ছিল প্রতিপক্ষ।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রানে পাকিস্তান আজ মুলতানে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে। তবে যে পিচ বোলারদের স্বর্গ, সেখানে ব্যাটাররা কতক্ষণই বা টিকতে পারবেন! ৪৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে শেষ স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক শান মাসুদ। জোমেল ওয়ারিকান একাই নিয়েছেন ৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার ১৮ ওভারে খরচ করেন ৩২ রান। আরেক বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি পেয়েছেন ১ উইকেট। খুররম শেহজাদ, মাসুদ পাকিস্তানের এই দুই ব্যাটার হয়েছেন রান আউট।

প্রথম ইনিংসের ৯৩ রানের লিডসহ দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর হয়েছে ২৫০ রান। ২৫১ রানের লক্ষ্যে নেমে ৫৪ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখনই মধ্যাহ্নভোজের বিরতিতে ঘোষণা করা হয়। বেকায়দায় পড়া উইন্ডিজদের হাল ধরেন টেভিন ইমলাচ ও অ্যালিক আথানাজ। মুলতান টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমলাচের। ষষ্ঠ উইকেটে অ্যাথানাজের সঙ্গে ৫৫ বলে ৪১ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমলাচ।২৫তম ওভারের তৃতীয় বলে ইমলাচকে ফিরিয়ে জুটি ভাঙেন আবরার আহমেদ।

৯৫ রানে ৬ উইকেট হারানোর পর আবারও আশা খুঁজে পায় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে ২৮ রানের জুটি গড়েন অ্যাথানাজ ও কেভিন সিনক্লেয়ার। এই জুটি টিকেছে ৬২ বল। তবে এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ইনিংস। শেষ ৩ উইকেট হারিয়েছে কোনো রান যোগ না করেই। ১২৩ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। অ্যাথানাজের ৬৮ বলে ৫৫ রানের ইনিংসটাই সফরকারীদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান।

পাকিস্তানের ১২৭ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাজিদ খান। ১১৫ রানে নিয়েছেন ৯ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৫০ রান খরচ করে পেয়েছেন ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ২০ উইকেটের সবটাই নিয়েছেন স্পিনাররা। সাজিদের ৯ উইকেটের পাশাপাশি নোমান আলী ও আবরার আহমেদ নিয়েছেন ৬ ও ৫ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিং নেন পাকিস্তানের অধিনায়ক মাসুদ। প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ২৬৪ বলে ১৪১ রানের জুটিতেই যা রান হয়েছে। বাকি ৯ জুটি মিলে যোগ করেছে ৮৯ রান। শাকিল ও রিজওয়ান করেছেন ৮৪ ও ৭১ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৯১ রান করতেই হারিয়েছে ৯ উইকেট। দশম উইকেটে ওয়ারিকান ও সিলসের ২১ বলে ৪৬ রানের বিধ্বংসী জুটি গড়েন। তাতেই ক্যারিবীয়রা করতে পারে ১৩৭ রান। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন ওয়ারিকান। ২৪ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

শেষ আটে আলকারাজকেই পেলেন জোকোভিচ

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

পাকিস্তান নাকি ওয়েস্ট ইন্ডিজ—মুলতানে জিতবে কারা, ম্যাচ দেখবেন যেখানে

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

সেকশন