হোম > খেলা > ক্রিকেট

আইসিসি সভার পরও এল না চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস ট্রফি। ছবি: সংগৃহীত

সভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। সেটির সমাধানে আজ বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভার্চুয়াল সেই সভা শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেই। তবে আসেনি সমাধান।

আরেক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সভায় পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার বিবৃতি দেয়। সভায় অংশ নেয় ১৫ বোর্ড সদস্য। যার মধ্যে উপস্থিত ছিলেন ১২টি পূর্ণ সদস্যের প্রধান, ৩ সহযোগী দেশের প্রতিনিধি।

পাকিস্তান ও ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য হয়—এমন সমাধানের উদ্যোগ নিচ্ছে আইসিসি। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি ও বিসিসিআই এবং অন্য কয়েকটি দেশের বোর্ড সদস্যদের নিয়ে এই সমস্যা নিরসনের পথ খুঁজতে চেষ্টা করবে। এই সপ্তাহে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজকের সভার পর আইসিসি ও তার প্রতিনিধি ১২ দল সদস্য দেশের প্রতিনিধিরা আশা করছেন, তিন বিষয়ের ভিত্তিতে চূড়ান্ত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। তার একটি হলো—হাইব্রিড মডেল। এই বিকল্প ব্যবস্থায় টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। দ্বিতীয়টি হলো—টুর্নামেন্ট হবে পাকিস্তানের বাইরে। তবে আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। তৃতীয়টি—ভারতকে ছাড়া পাকিস্তানে হবে পুরো টুর্নামেন্ট।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

শেষ আটে আলকারাজকেই পেলেন জোকোভিচ

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

পাকিস্তান নাকি ওয়েস্ট ইন্ডিজ—মুলতানে জিতবে কারা, ম্যাচ দেখবেন যেখানে

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

সেকশন