ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
গত পরশু কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করে। সেখানে এক ভিডিওতে লিটন বলেন, ‘এটা ‘আমার প্রথম আইপিএল। কেকেআর পরিবারের অংশ হতে পেরে তাই ভীষণ রোমাঞ্চিত। খুব শিগগির দেখা হচ্ছে। করব, লড়ব, জিতব।’
লিটনের সঙ্গে সাকিবও খেলবেন কলকাতার হয়ে। দুজনকেই ভিত্তিমূল্যে নিয়েছে কলকাতা। সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা)। লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি (৬৪ লাখ টাকা)। কোচিতে হওয়া আইপিএলের এই মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব, লিটন—দুজনই আইপিএলে দল পেলেন। সাকিব, লিটনসহ তিন বাংলাদেশি খেলবেন এবারের আইপিএলে। মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে রিটেইন করেছিল ক্যাপিটালস।
২০২২ সালে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন লিটন। ১৩ ম্যাচে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান করেছেন, স্ট্রাইক রেট ৮৩.১৪। করেছেন ১ সেঞ্চুরি এবং ৪ ফিফটি। আর ১৯ টি-টোয়েন্টিতে ২৮.৬৩ গড়ে করেছেন ৫৪৪ রান। করেছেন ৪ ফিফটি এবং স্ট্রাইকরেট ১৪০.২০।