হোম > খেলা > ক্রিকেট

গেইলকে ছাড়িয়ে ছক্কার রেকর্ড কোহলির

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি সংস্করণে ভারতীয় দলের চাওয়া মেটাতে পারছেন না বিরাট কোহলি। এতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন বলে গুঞ্জন উঠেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ভারতীয় কিংবদন্তিকে নাকি যোগ্যতা প্রমাণ করতে হবে। 

এমন সংবাদ কানে আসার পর ব্যাট হাতে তাতিয়ে উঠেছেন কোহলি। তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠার জবাব দিচ্ছেন আইপিএলে তিনি। আজ টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ‘রান মেশিন’ খ্যাত এই ব্যাটার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৮৩ রান করেছেন তিনি। ৫৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৪ ছক্কায়। 
 
৪ ছক্কা মারার পথে একটা রেকর্ড গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। ২৪২ ছক্কার রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে। ২৩৯ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। আর ২৩৮ ছক্কা নিয়ে তিনে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। 

কোহলির দুর্দান্ত ইনিংসে ভর করে কলকাতাকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে বেঙ্গালুরু। ভারতের সাবেক অধিনায়কের রেকর্ডের দিন একটা মাইলফলক স্পর্শ করেছেন সুনীল নারাইন। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ তম ম্যাচ খেললেন তিনি। তাঁর আগেই এই মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিক (৫৪২) এবং ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ডোয়াইন ব্র্যাভো (৫৭৩) এবং কাইরন পোলার্ড (৬৬০)।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন