হোম > খেলা > ক্রিকেট

‘এখানে বিশ্বকাপ জেতার ব্যাপার নেই’

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের আগে দলের অবস্থা নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। একসময় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে থাকা অস্ট্রেলীয় এই কোচের সাক্ষাৎকার নিয়েছেন বোরহান জাবেদ

প্রশ্ন: ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কী বলবেন? 
স্টুয়ার্ট ল: আমাদের প্রস্তুতি ভালো ছিল। (মার্চে, আবুধাবিতে) ত্রিদেশীয় সিরিজ জয়, এরপর পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে তাদের হারিয়ে দেওয়া, স্বাভাবিকভাবে এবারও আমাদের ভালো কিছুর পরিকল্পনা ছিল। সম্ভবত আমরা মাঠে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি। এটাও মাথায় রাখতে হবে, পাকিস্তান খুবই ভালো দল। তাদের হারানো সহজ ছিল না। 

প্রশ্ন: পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কারণ কী বলে মনে হয়?
স্টুয়ার্ট ল: এটা ছেলেরা ভালো বলতে পারবে। আমার যেটা মনে হয়, আমরা পাকিস্তানকে তাদের মাঠে হারিয়েছি। তারা তাই বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছিল। আমরা যেটার জবাব দিতে পারিনি। আমাদের টপ অর্ডার ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছে। মিডল অর্ডারও নিজেদের সেরা অবস্থানে ছিল বলে মনে হয় না। কিছু বিষয় নিয়ে আমাদের আরও ভাবতে হবে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ সামনে রেখে এ বিষয়গুলো নিয়ে ছেলেদের সঙ্গে কথা বলব। 

প্রশ্ন: আপনার মতো একজনকে কোচ হিসেবে পেয়ে ক্রিকেটাররা কতটা শেখার চেষ্টা করছেন? 
স্টুয়ার্ট ল: সত্যি বলতে, ধীরে ধীরে তাদের শেখার আগ্রহের জায়গাটা গভীর হচ্ছে। ছেলেদের চারপাশে আপনি অনেক সেরা কোচ রাখতে পারেন। কিন্তু জানার, শেখার এবং নিজেকে পরিবর্তনের কাজটা করতে হবে ক্রিকেটারদেরই। আমরা খুবই ভাগ্যবান যে এই দলটার মধ্যে সেই আগ্রহটা আছে। তারা শিখতে চায়। তারা ভালো করতে চায়। তারা একটার পর একটা প্রশ্ন করে যেতে থাকে। আমার ধারণা, সঠিক লোকজনই এখানে যুক্ত। আমরা তাদের পরিকল্পনা দিচ্ছি। পরিকল্পনার বাস্তবায়ন শুধু ক্রিকেটে নয়, সব খেলাতেই সবচেয়ে কঠিন কাজ। 

প্রশ্ন: আপনি তো এক বছরের বেশি সময় ধরে এই দলের সঙ্গে কাজ করছেন। এমন কতজনের নাম বলা যাবে, যাঁদের দেখে মনে হয়েছে, এঁরা লম্বা রেসের ঘোড়া...
স্টুয়ার্ট ল: আপনি আমাকে এভাবে জিজ্ঞেস করতে পারেন না (হাসি)। আমি আসলে এভাবে একজন-দুজনের নাম নিতে চাই না। তবে অবশ্যই এমন কয়েকজন আছে, যারা সর্বোচ্চ পর্যায়ে বড় কিছু করার সামর্থ্য রাখে। এমন কয়েকজন আছে, যাদের সেরা হিসেবে ভাবা যায়। তবে ধারাবাহিকতার জন্য তাদের আরও শিখতে হবে। আশা করি এই দল থেকে বাংলাদেশ কয়েকজন ভবিষ্যৎ তারকা পাবে। 

প্রশ্ন: ক্রিকেটাররা কেমন উপভোগ করছেন? 
স্টুয়ার্ট ল: তারা এখনো শিখছে। আমরা তাদের মানসিকতার দিকটা পর্যবেক্ষণ করছি। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কীভাবে তারা আচরণ করে। অনূর্ধ্ব-১৯ ধাপটা একজন ক্রিকেটারের নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এখানে বিশ্বকাপ জেতার ব্যাপার নেই। নিজেদের দিনে ছেলেরা রান করতে পারছে, উইকেট নিচ্ছে, রান আটকাচ্ছে। এখন এই প্রক্রিয়ার মধ্যে ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। তারা যেন সর্বোচ্চ পর্যায়ে লম্বা সময় ধরে পারফর্ম করতে পারে।

প্রশ্ন: ওয়াসিম জাফরের সঙ্গে কাজ করে কেমন লাগছে? পাকিস্তান সিরিজে তাঁকে মিস করেছেন? 
স্টুয়ার্ট ল: জাফরের মতো অভিজ্ঞ একজনকে পাশে পাওয়া সব সময় দারুণ ব্যাপার। আমরা তাকে আবুধাবিতে পাইনি, সেখানে আমরা ত্রিদেশীয় সিরিজ জিতেছি। তারপর পাকিস্তানের বিপক্ষে তাদের ঘরের মাঠে আমাদের দুর্দান্ত একটা সফর গেছে। আমাদের মানসিকতার দিকটা তাই হয়তো এমন ছিল, এখানেও সহজেই জিতে যাব। এসব ক্ষেত্রে যেটা হয়, পাকিস্তান আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। স্বাভাবিকভাবে তারাই ডমিনেট করেছে। এটা আমাদের জন্য দারুণ একটা শিক্ষা ছিল। হ্যাঁ, জাফরকে আমরা মিস করেছি। কিন্তু এটা পাকিস্তানের বিপক্ষে হারের কারণ নয়। 

প্রশ্ন: আপনার প্রসঙ্গ এলেই ২০১২ এশিয়া কাপের ফাইনালের কথা যে কারও মনে পড়ে...
স্টুয়ার্ট ল: হাসি...সেই ফাইনালে হারটাও আমাদের জন্য একটা বড় শিক্ষা ছিল। ধাক্কা না খেলে শেখার পূর্ণতা আসবে না। ওয়ানডেতে বাংলাদেশ এখন সেটাই প্রমাণ করছে। 

প্রশ্ন: আপনি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। আপনার সেই সময় আর এই সময়ের মধ্যে কতটুকু পার্থক্য মনে হয়?
স্টুয়ার্ট ল: ৫০ ওভারের ক্রিকেটে এই মুহূর্তে তাদের রেকর্ড অসাধারণ। এই সংস্করণে তারা খুবই গোছালো। তারা ঘরের মাঠে নিয়মিত বড় দলের সঙ্গে ভালো করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে সিরিজ জয় ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার একটা উদাহরণ। এ বছর ভারত বিশ্বকাপে তারা দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ ধরনের কন্ডিশনে তারা খেলতে পছন্দ করে। তাদের জন্য দারুণ কিছুই অপেক্ষা করছে।

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

অবশেষে সাকিবের ভিসা দিল ভারত

রোহিত-কোহলিদের ‘স্বাধীনতায়’ লাগাম টানল ভারতীয় বোর্ড

বিপিএলে পারিশ্রমিক ঝামেলা নিয়ে কী বললেন সানি

সেকশন