নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ মহসিনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
মহসিনকে সহায়তার বিষয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি কিংবদন্তি ফুটবলার মহসিন ভাইয়ের ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন। তাঁর (পাপন) নির্দেশনায় আমরা গতকালই তাঁর (মহসীন) পরিবারের সঙ্গে আলোচনা করেছি ৷ তাঁর সুস্থতার জন্য চিকিৎসায় বিসিবি পাশে থাকবে।’
দেশের ক্রীড়াঙ্গনে যেকোনো সংকটে প্রায়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিসিবি। এ নিয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটারদের জন্য নয়, যেকোনো খেলার যেসব ক্রীড়াবিদ আছেন, তাঁদের যেকোনো অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে। মহসিন ভাইয়ের ব্যাপারটা এমনই। আমাদের বোর্ড সভাপতির নজরে বিষয়টা এসেছে। তিনি এরই মধ্যে আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ওনাকে (মহসিন) সার্বিক সহযোগিতার ব্যাপারে।’
মহসিনের চিকিৎসার পাশাপাশি জমি উদ্ধারের ব্যাপারেও আইনি সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন। তিনি বলেছেন, ‘আমাদের আইন পরামর্শককে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। মহসিন ভাইয়ের পরিবারকে সেই জমির কাগজপত্র আমাদের আইন পরামর্শককে দিতে বলা হয়েছে। এরপর তিনি বিষয়টি দেখভাল করবেন। আমরাও বিসিবির পক্ষ থেকে সহায়তা করব।’