হোম > খেলা > ক্রিকেট

সাকিববিহীন কলকাতার কাছে কোহলিদের হার

ক্রীড়া ডেস্ক

আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সাকিব দলে না থাকলেও দাপুটে জয় পেতে সমস্যা হয়নি কলকাতার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে এউইন মরগানের দল। 

আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়ে বেঙ্গালুরু। একের পর এক উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৬০ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। 

লক্ষ্য তাড়ায় এদিন ওপেনিং জুটিতেই ৮২ রান করে কলকাতাকে জয়ের পথে নিয়ে যান শুভমান গিল ও ভেঙ্কাটেশ আইয়ার। ৪৮ রানে শুভমান ফিরে গেলেও ৪১ রানে অপরাজিত ছিলেন আইয়ার। 

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বেঙ্গালুরু। দলীয় ১০ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে লেগবিফোরের ফাঁদে পড়ে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি (৫)। ৪১ রানে ফিরে যান দেবদূত পাডিক্কালও। ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে পাডিক্কালের ব্যাট থেকে। বরুণ চক্রবর্তী-আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে থিতু হতে পারেননি বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। কোনো রান না করেই রাসেলের বলে বোল্ড হয়ে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। ১০ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৯২ রানে থেমে যায় বেঙ্গালুরু। ৩টি করে উইকেট নিয়েছেন বরুণ ও রাসেল। ম্যাচসেরা হয়েছে বরুণ।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন