হোম > খেলা > ক্রিকেট

ঝোড়ো সেঞ্চুরিতে শামীমের বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ডিপিএলে সেঞ্চুরি করেছেন শামীম পাটোয়ারী। ৬৬ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। এর মাধ্যমে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া এই বাঁহাতি ব্যাটার। 

অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে এসেছিলেন শামীম। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে শুরুটা খারাপ ছিল না তাঁর। তবে শুরুর ফর্মটা ধরে রাখতে না পারাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। 

এবারের ডিপিএলকে তাই পাখির চোখ করছিলেন শামীম। টুর্নামেন্ট শুরু আগে মিরপুরে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাঁকে। প্রথম ম্যাচে অবশ্য ১৫ রানের বেশি করতে পারেননি। তবে ঘুরে দাঁড়ালেন দ্বিতীয় ম্যাচেই। প্রথম ৪১ বলে ফিফটি ছোঁয়া শামীম, সেঞ্চুরির পথে পরের ফিফটিতে সিটি ক্লাবের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন। ২২ বলে দ্বিতীয় ফিফটি করে সেঞ্চুরি পূর্ণ করেন ৬৩ বলে। 

শেষ পর্যন্ত ৬৬ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন শামীম। তাঁর সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০৯ রানের বড় সংগ্রহ পায় আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলছে সিটি ক্লাব। 

পাশের মাঠেই সেঞ্চুরি করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ ব্যাটার রাকিবুল হাসান। প্রাইম ব্যাংকের বিপক্ষে রাকিবুল ১২৫ বল খেলে ১২১ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। 

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন