হোম > খেলা > ক্রিকেট

কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং

ক্রীড়া ডেস্ক

দল বিবেচনায় আগামী জুনে সবচেয়ে বড় বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সব সংস্করণ মিলিয়ে ২০ দলের বিশ্বকাপ আগে কখনো হয়নি। ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে আইসিসি।

ইতিমধ্যে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ক্ষণ গণনাও শুরু হয়েছে। ১০০ দিনের ক্ষণ গণনার দিনেই টিকিট বিক্রিও শুরু হয়েছে। তারও আগে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। এবার টুর্নামেন্ট শুরুর বাকি ৫০ দিনের মাথায় থিম সং প্রকাশ করেছে আইসিসি।

গতকাল রাতে থিম সং প্রকাশ করেছে আইসিসি। এবারের টুর্নামেন্টের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল এবং সকা সুপারস্টার কেস। সংটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। তিনজনই ক্যারিবিয়ান। জ্যামাইকান শনের বাকি দুই সঙ্গী কেস ও তানো ত্রিনিদাদের।  

থিম সংয়ের মাধ্যমে ক্যারিবিয়ান সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শন। দুই দশক ধরে সংগীতের সঙ্গে থাকা জ্যামাইকান গায়ক বলেছেন,‘ক্রিকেট সব সময় আমাদের সংস্কৃতির অন্যতম অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং গাইতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। কেসের বড় ভক্ত আমি। গানটিতে ক্যারিবিয়ান সংস্কৃতির চমৎকার এক মেলবন্ধন থাকবে। নাচের সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহ এবং সকা সংগীত তো থাকছেই। মানুষ যখন গাইবে তখন বাস্তবিক অর্থেই ঐক্যের চেতনা অনুভব করবে।’

থিম সংয়ে গাইতে পেরে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন কেসও। তিনি বলেছেন,‘আমাদের সব সময় লক্ষ্যে বিশ্বকে একই ছাদের নিচে রাখা। তাই ক্রিকেটের সঙ্গে গানের মেলবন্ধন করা হয়েছে। শন পল, তানো এবং পুরো দল মিলে যে সংগীত আবহ তৈরি করা হয়েছে, তা সত্যিই অসাধারণ।’ থিম সংয়ের পুরো ভিডিওটি অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।

এবার ঢাকার প্রতিশোধ, আরও বেকায়দায় সিলেট

এত সেঞ্চুরি আগে কখনো দেখেনি বিপিএল

সেঞ্চুরির পরই কেন অধিনায়কত্ব হারালেন বিজয়

তামিমের সঙ্গেই এত লাগছে কেন

সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি, দাবি তামিমের

অস্ট্রেলিয়াকে ‘ভয়’ দেখিয়েও জিততে পারল না বাংলাদেশ

বিপিএলে ২০০ স্ট্রাইকরেটের রহস্য তাহলে এই

বিশ্বকাপের টিকিট অনেক কঠিন হয়ে গেল বাংলাদেশের

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

সেকশন