হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে এবারও ছেড়ে দিল কলকাতা

ক্রীড়া ডেস্ক

আগামী মৌসুমের জন্য নতুন করে মাঠে নেমেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে পুরোনো দলের চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো। চারজনের মধ্যে সর্বাধিক দুজন বিদেশি খেলোয়াড়ও রাখা যাবে। এই নিয়মে নিলামের আগে চারজন ক্রিকেটার ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে কলকাতার হয়ে খেলা সাকিব আল হাসান নেই সেই তালকায়। 

নতুন মৌসুমের জন্য আবার নিলামে উঠতে হবে সাকিবকে। তবে কলকাতা চাইলে নিলাম থেকে আবার দলে ভেড়াতে পারবে এই বাংলাদেশ অলরাউন্ডারকে। সাকিব ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে তাদের বর্তমান অধিনায়ক এউইন মরগানকে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সর্বশেষ মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দেন এই ইংলিশ অধিনায়ক। 

মরগানের আগে কলকাতার অধিনায়কের দায়িত্বে ছিলেন দীনেশ কার্তিক। এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকেও নতুন মৌসুমের আগে ছেড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। তবে চাইলে তাঁকে নিলাম থেকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী মৌসুমের জন্য ধরে রাখা চার ক্রিকেটারের একজন ভেঙ্কটেশ আয়ার। সর্বশেষ আইপিএলে কলকাতাকে ফাইনালে তোলার নায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। 

দ্বিতীয় ভারতীয় হিসেবে কলকাতা ধরে রেখেছে বরুণ চক্রবর্তীকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারলেও কলকাতার হয়ে তাঁর সাফল্যের পাল্লা বেশ ভারী। বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। সাকিবের সঙ্গে ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়া প্যাট কামিন্স। 

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন