হোম > খেলা > ক্রিকেট

শাস্তি কি কমই পেলেন বিতর্কিত মন্তব্য করা ভারতীয় অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের ওপর অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙেছেন হারমানপ্রীত কৌর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক করেছেন শিষ্টাচারবহির্ভূত মন্তব্য। তিনি বলেছেন, ‘পরেরবার যখন আমরা বাংলাদেশে আসব, তখন নিশ্চিত করব যে আমাদের এমন বাজে আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিয়ে আসব।’

বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডে বড় কোনো শাস্তি নয়, কৌরকে শুধু ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গতকাল মিরপুরে বাংলাদেশ-ভারত নারী দলের শেষ ওয়ানডেতে রোমাঞ্চকর টাই ছাপিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্য। সাদা চোখেই দেখা গেছে, আচরণবিধি ভেঙেছেন কৌর। এর শাস্তিও সাধারণত বড় হয়ে থাকে। এক-দুই ম্যাচের নিষেধাজ্ঞাও আসে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ৩ ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪ ডিমেরিট পয়েন্টের এই সিদ্ধান্ত এখন আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

ম্যাচ অফিশিয়াল সূত্রে জানা যায়, শাস্তির সিদ্ধান্ত আসতে গতকাল রাত সাড়ে ১০টা লেগে গেছে। আর ভারতীয় দলের আজ সকালে দেশে ফেরার তাড়ায় বিষয়টি নিয়ে বেশি অপেক্ষার সুযোগ ছিল না। কৌর নিজের ‘অপরাধ’ স্বীকার করে নেওয়ায় তাঁর আর শুনানির প্রয়োজন হয়নি। সূত্র জানায়, ভারতীয় অধিনায়ক যদি শুনানিতে আসতেন, সে ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও হয়তো বাড়তে পারত।

ভারতীয় অধিনায়কের বিতর্কিত মন্তব্যে গতকালই অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির কর্মকর্তারা। তাঁরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন:

ভারতীয় অধিনায়কের মন্তব্য নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবে বিসিবি
ভারতীয় অধিনায়কের কথার ধরন নিয়ে প্রশ্ন বাংলাদেশি অধিনায়কের
মিরপুরে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারত অধিনায়কের

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

অবশেষে সাকিবের ভিসা দিল ভারত

রোহিত-কোহলিদের ‘স্বাধীনতায়’ লাগাম টানল ভারতীয় বোর্ড

বিপিএলে পারিশ্রমিক ঝামেলা নিয়ে কী বললেন সানি

সেকশন