ক্রীড়া ডেস্ক
একটা সময় কলকাতা নাইট রাইডার্সে ব্রাত্য হয়ে পড়া সাকিব আল হাসানই এখন দলের সেরা পারফরমারদের একজন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত পর্বে আগের তিন ম্যাচেই উজ্জ্বল ছিলেন সাকিব। আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দিল্লি ক্যাপিটালেসর বিপক্ষেও উজ্জ্বল তিনি।
শারজায় আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ টস হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি ৫ উইকেটে ১৩৫ রানে আটকা পড়েছে সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়েই।
৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও ৯টি ডট বল খেলিয়েছেন বাংলাদেশি তারকা। ১৫ তম ওভারে অসাধারণ ক্যাচ নিয়ে ফিরিয়েছেন শিখর ধাওয়ানকে।
উইকেটরক্ষক দিনেশ কার্তিক আজ বলটা যদি ঠিকঠাক গ্লাভসে জমাতে পারতেন, তাহলে নামের পাশে একটি উইকেট থাকত সাকিবের। সেটা না হলেও তাঁর বোলিং ফিগার মন্দ নয় মোটেও। কৃপণ বোলিংয়ে ওভার প্রতি দিয়েছেন কেবল ৭ রান। পরে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিয়েছেন দুর্দান্ত ক্যাচ।
লক্ষ্য তাড়ায় কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন শুবমান গিল (২০ *) ও ভেঙ্কাটেশ আয়ার (৩৩ *)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বলিউড বাদশাহ শাহরুখ খানের দলটির সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। অবিশ্বাস্য কিছু না ঘটলে সাকিবদের ফাইনাল ওঠা একরকম নিশ্চিত।