ক্রীড়া ডেস্ক
অনেক আগে থেকেই মিকি আর্থারের নিয়োগ নিয়ে সমালোচনা হয়ে আসছে পাকিস্তানে। কিন্তু সমালোচনায় কান না দিয়ে শেষ পর্যন্ত প্রোটিয়া কোচকেই দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল তাঁকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
আর্থারকে নিয়ে অনেক দিন ধরেই সমালোচনার ঝড় বয়ে আসছিল পাকিস্তানে। যখন আলোচনা চলছিল তাঁকে নিয়োগের বিষয়ে, তখনই ক্ষোভ ঝেড়েছেন মিসবাহ-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ জানিয়েছিলেন, প্রোটিয়া কোচকে নিয়োগ দেওয়া হবে আমাদের ক্রিকেট সিস্টেমের ওপর থাপ্পড় মারা। এবার তাঁকে দায়িত্ব দেওয়ার পর খেপেছেন রমিজ রাজা।
আর্থারের নিয়োগের বিষয়কে ‘গ্রাম্য সার্কাসের ভাঁড়ের’ সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক সভাপতি রমিজ। তিনি বলেছেন, ‘পাকিস্তান এমন একজন কোচ বা টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে, যে দূর থেকে দলের দায়িত্ব পালন করবে। যার প্রধান দায়িত্ব থাকবে কাউন্টি দলকে সামলানো, এরপর পাকিস্তান ক্রিকেট। এই সিদ্ধান্ত গ্রাম্য সার্কাসের ভাঁড়ের মতো।’
আর্থার ভালো কোচ এ বিষয়ে কারও কোনো সন্দেহই নেই। তাঁর অধীনেই পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে। কিন্তু এবারের দায়িত্বটা একটু অদ্ভুতুড়ে। কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচের সঙ্গে পাকিস্তানেরও পরিচালকের দায়িত্ব পালন করবেন। এর ফল তাঁকে খুব কম সময়ের জন্যই দলের সঙ্গে দেখা যাবে। আর এ নিয়ে পিসিবির সমালোচনা হচ্ছে।
অন্যদিকে আর্থারের এ ঘটনা নিয়েই পিসিবির সভাপতি নাজাম শেঠিকে ধুয়ে দিয়েছেন রমিজ। সাবেক ব্যাটার বলেছেন, ‘পিসিবি সভাপতি, যিনি ক্রিকেটের কিছুই বোঝেন না। ক্লাবের একাদশে জায়গা পাওয়ার যার কোনো যোগ্যতা নেই। রাজনীতির প্রভাবে যিনি সংকীর্ণ ক্রিকেট জ্ঞান নিয়ে ম্যানেজমেন্ট কমিটিতে এসেছেন। আর মাস শেষে ১২ লাখ রুপি বেতন নিচ্ছেন।’ বর্তমান সভাপতির সমালোচনা যে রমিজ প্রথমবার করছেন এমনটা নয়। নিজের পদ হারানোর পর থেকেই এটা করে আসছেন তিনি।