হোম > খেলা > ক্রিকেট

ছেলেকে কী দিয়ে খুশি করলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছেলে আরহাম ইকবালকে নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম ইকবাল। ছবি: বিসিবি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস ম্যাচ শেষে ছেলে আরহাম ইকবালকে নিয়ে ঘুরছেন তামিম ইকবাল। মুকিদুল ইসলাম মুগ্ধ হাত বুলিয়ে দিয়েছেন আরহামের মাথায়। আরহাম ও তানজিদ হাসান তামিমের কাঁধে দুই হাত রেখে তামিম ইকবাল ঘুরছেন।

আরহামকে নিয়ে সাগরিকার মাঠে তামিম যখন চক্কর দিচ্ছেন, তখনই মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকা। তিন জনে (মোস্তাফিজ-তামিম-আরহাম) একসঙ্গে ছবিও তুলেছেন। তামিমের এমন ফুরফুরে মেজাজের কারণ আর কিছুই নয়। বরিশালের ৮ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৪৮ বলে ৬১ রান করে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে যান অধিনায়ক তামিম। ছেলের সামনে এমন দারুণ ব্যাটিংয়ের পর কেমন লাগছে, বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে।’

ঘরের ছেলে তামিমের ম্যাচ দেখতে স্বাভাবিকভাবেই আজ সাগরিকার গ্যালারি ছিল দর্শকপূর্ণ। শুধু তাই নয়, বরিশালের ম্যাচ যেখানেই হোক, এবারের বিপিএলে সেখানেই ভক্ত-সমর্থকেরা গেছেন তামিম-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দেখতে। দর্শকপূর্ণ গ্যালারি নিয়ে তামিম বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান। যে ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যেখানেই যাই না কেন, চট্টগ্রাম, ঢাকা, সিলেট—গ্যালারিতে ভালো পরিমাণ দর্শক পাই। আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচ হয়েছে, প্রত্যেক ম্যাচেই দর্শক এসেছেন। এটা খুব ভালো একটা জিনিস। আমি সব সময় বলি বিপিএলকে এগিয়ে নিতে এই জিনিসগুলো দরকার।

এক ফ্রেমে তামিম ইকবাল, তাঁর ছেলে আরহাম ইকবাল এবং তানজিদ হাসান তামিম। ছবি: বিসিবি

আইপিএলে বিরাট কোহলি ২০০৮ থেকে শুরু করে ১৭ মৌসুম খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন ১০ বছরেরও বেশি সময়। কিন্তু বিপিএলে ঘনঘন ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়। যেমন এবারের বিপিএলে নেই সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। তামিমের মতে আইপিএলের মতো ফ্যানবেজটা থাকা দরকার বিপিএলে। ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজির এক রকম ফ্যানবেজ থাকবে। আরেক ফ্র্যাঞ্চাইজির আরেক রকম ফ্যানবেজ থাকবে। এ কারণেই আইপিএলের একটা ব্যাপার আছে না। এক ফ্র্যাঞ্চাইজিতে এক খেলোয়াড় দশ বছর খেলছেন। তাদের নিজস্ব একটা ফ্যানবেজ আছে। আপনি দেখছেন যে বরিশালের ফ্যানবেজ অনেক শক্তিশালী।’

গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে সহজ জয় চিটাগং কিংসের

বিসিবি সভাপতির কাছ থেকে তামিম কেন পুরস্কার নেননি

বিসিবিতে আসা নিয়ে যা বললেন তামিম

লিটনদের বিধ্বস্ত করে দুইয়ে উঠলেন তামিমরা

ভারত সিরিজে তোলপাড় করা কনস্টাসের সঙ্গে এবার ঘটলটা কী

তাসকিনরা কি পাওনা টাকা পাবেন, রাজশাহী যা বলছে

অনুশীলন করার চেয়ে দেখাতেই তাঁর আনন্দ

ভারতীয় সংবাদমাধ্যমের ‘ভুয়া খবর’ শুনে হাসছেন বুমরা

ফারুকদের সময়েও বিপিএল ‘বিতর্কিত প্রিমিয়ার লিগ’

চ্যাম্পিয়নস ট্রফিও খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের

সেকশন