হোম > খেলা > ক্রিকেট

গেইল-পোলার্ডদের পাশে কোহলি

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলির ফিফটিতে গত রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে অধিনায়ক কোহলি শুধু দলের জয়েই অবদান রাখেননি, গড়েছেন দারুণ এক কীর্তিও। প্রথম ভারতীয় হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

মুম্বাইয়ের বিপক্ষে কাল মাঠে নামার আগে মাইলফলক থেকে ১৩ রান দূরে ছিলেন কোহলি। ইনিংসের চতুর্থ ওভারে জাসপ্রীত বুমরার তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ঢুকে পড়েন ১০ হাজার রানের অভিজাত ক্লাবে। শেষ পর্যন্ত ৪২ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।

কোহলির আগে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেছেন চারজন। ক্রিস গেইল (১৪২৭৫), কাইরন পোলার্ড (১১১৯৫), শোয়েব মালিক (১০৮০৮) ও ডেভিড ওয়ার্নার (১০০১৯)। কাল ওয়ার্নারকে টপকেও গেছেন কোহলি। তাঁর রান এখন ১০,০৩৮। ওপরে আছেন দুই ক্যারিবীয় গেইল ও পোলার্ড এবং পাকিস্তানের মালিক। 

ব্যক্তিগত রেকর্ড গড়ার দিনে দলকেও পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন কোহলি। আইপিএলের দ্বিতীয় পর্বে টানা দুই হারের পর কাল মুম্বাইয়ের বিপক্ষে জয়ে টেবিলের তিনে উঠে এসেছে বেঙ্গালুরু। ১০ ম্যাচে ছয় জয়ে তাদের পয়েন্ট ১২। 

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন