ক্রীড়া ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল হয়তো ম্যাচ-সেরা হননি মোস্তাফিজুর রহমান, কিন্তু দিল্লি ক্যাপিটালসের জয়ে কাল নিজের সেরাটাই দিয়েছেন বাংলাদেশি পেসার। এবারের আইপিএলে এখন পর্যন্ত নিজের সেরাটাই গতকাল কলকাতাকে দেখিয়ে দিলেন ফিজ।
দিল্লির হয়ে সবশেষ কয়েক ম্যাচে ‘অচেনা’ হয়ে ছিলেন মোস্তাফিজ। কলকাতার আগের তিন ম্যাচে বিলিয়েছেন রান। মাত্র দুই উইকেটের বিনিময়ে দিয়েছেন ১১৯ রান! একটা ছন্দের অভাবে ভুগছিলেন বাংলাদেশি পেসার।
সেই ছন্দটা গতকাল কলকাতার বিপক্ষে ফিরে পেয়েছেন মোস্তাফিজ। এক ওভারেই নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে ১৮ রান খরচায় পাওয়া তিন উইকেট ফিজের এবারের আইপিএলের সেরা ইনিংস। মোস্তাফিজের ছন্দে ৪ উইকেটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস।
নিজের সেরা পারফরম্যান্স যেকোনো একটা ম্যাচের জন্য জমিয়ে রাখেন মোস্তাফিজ, এমনটাই ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। আর ছন্দে থাকলে যে মোস্তাফিজ প্রতিপক্ষের সবচেয়ে ভয়ের কারণ, সেটাই লেখা হয়েছে দিল্লির ফেসবুক পেজে। তাতে লেখা হয়েছে, ‘দিল্লি ক্যাপিটালসের মৃত্যুদূত গতকাল রাতে জেগে উঠেছিল।’