নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ত সময় শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। শ্রীলঙ্কা-পাকিস্তান ভ্রমণের পর আবার দেশে ফিরতে হবে। এরপর উড়াল দিতে হবে ভারতে।
বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি আজ প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
৩০ আগস্ট ‘হাইব্রিড মডেলে’ শ্রীলঙ্কা-পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। আর ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর লাহোরে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। যদি সুপার ফোর ও ফাইনাল খেলতে পারে, তাহলে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তারপর ২১,২৩ ও ২৬ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিনটি ওয়ানডেই হবে মিরপুরে। আর ৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।