নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বেশ ছন্দে আছেন এনামুল হক বিজয়। চলতি বছরের শুরু থেকে তাঁর ব্যাটে রানের ফোয়ারা চলছে। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এবারের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করে থেমেছেন ১৮৪ রানে।
আজ বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই ইনিংস খেলেন বিজয়। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে ৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর ১৮৪ রানে থামেন এই ওপেনার। লিস্ট এ মর্যাদা পাওয়ার পর ডিপিএলে এটি কোনো ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। একমাত্র ডাবল সেঞ্চুরি আসে সৌম্য সরকারের ব্যাট থেকে (২০৯)। এরপরই আছে রকিবুল হাসানের ১৯০ রানের ইনিংসটি।
ডিপিএলে আগের চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটি করেন বিজয়। আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন তিনি। দলের সংগ্রহ ১৪০ ছুঁতেই সেঞ্চুরি পেয়ে যান তিনি। ১৯তম ওভারের হাসান মুরাদের চতুর্থ বলে কাভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার।
সেঞ্চুরির পর আরও আগ্রাসী ব্যাটিংয়ের প্রদর্শনী দেখান বিজয়। ১২০ বলে ব্যক্তিগত ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৩৫তম ওভারের দ্বিতীয় বলে রাহাতুল ফেরদৌসকে লং অনের পাশ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে আরেকবার ব্যাট তোলেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন, কিন্তু ১৬ রান দূরে থাকতে আসাদুজ্জামান পায়েলের বলে এলবিডব্লিউর শিকার হন বিজয়।