হোম > খেলা > ক্রিকেট

এবার ঢাকার প্রতিশোধ, আরও বেকায়দায় সিলেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। ছবি: ঢাকা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রতিশোধ নিল ঢাকা।

টানা দুই ম্যাচ জিতে সিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে সিলেটের ভক্ত-সমর্থকদের আশা হতাশায় রূপ নিতে সময় লাগেনি। টানা তিন ম্যাচ হারল আরিফুল হকের নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শেষ মুহূর্তে আশা জাগিয়েও সিলেট ৭ রানে হেরেছে ঢাকার কাছে। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে সিলেট পয়েন্ট তালিকার সাত নম্বরে নেমে গেছে। সমান ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ঢাকা। তবে ঢাকার হাতে বাকি মাত্র তিন ম্যাচ।

১৯৭ রানের লক্ষ্যে নেমে ৪.৩ ওভারে ২ উইকেটে ৩২ রানে পরিণত হয় সিলেট স্ট্রাইকার্স। দুই টপ অর্ডার ব্যাটার জর্জ মানসি (৩) ও জাকির হাসান (৮) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় উইকেটে এরপর ৫৬ বলে ৮০ রানের জুটি গড়তে অবদান রাখেন রনি তালুকদার ও অ্যারন জোনস। তবে এই দুইজনই জুটি গড়ার পর দ্রুত বিদায় নিয়েছেন। ২ উইকেটে ১১২ রান থেকে মুহূর্তেই সিলেটের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১২৭ রান।

হাতে ৬ উইকেট নিয়ে শেষ ২৭ বলে ৭০ রান প্রয়োজন হয় সিলেট স্ট্রাইকার্সের। পঞ্চম উইকেটে ১৯ বলে ৪২ রানের বিধ্বংসী জুটি গড়েন জাকের আলী অনিক ও আরিফুল। ১৩ বলে ২৮ রান করা জাকেরকে ফিরিয়ে ঢাকাকে ম্যাচে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের দরকার হয় ২৩ রান। হাতে তাদের ৫ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা সেই চূড়ান্ত ওভারের প্রথম তিন বলে ১২ রান তুলে নেয় সিলেট। যেখানে ছক্কা, চার ও সিঙ্গেলে ১১ রান নেন সামিউল্লাহ শিনওয়ারি।

শেষ ৩ বলে সিলেটের যখন ১১ রান দরকার, তখন আবার ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ওভারের চতুর্থ বলে আরিফুলকে কট এন্ড বোল্ড করে সিলেটকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেন মোস্তাফিজ। রুয়েল মিয়া ইনিংসের শেষ বলে চার মারলেও সেটা হারের ব্যবধানই কমাতে পেরেছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্সের ইনিংস। ৪৪ বলে ৬৮ রান করা রনি তালুকদার ম্যাচে সিলেটের সর্বোচ্চ স্কোরার। মেরেছেন ৯ চার।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ৪ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ব্যাটিংয়ে ছয় নম্বরে নেমে ১৭ বলে ৩টি করে ছক্কা ও চারে করেছেন ৩৭ রান। পেরেরার পাশাপাশি মোস্তাফিজও নিয়েছেন ২ উইকেট। তবে মোস্তাফিজ ৪ ওভারে ৪৬ রান খরচ করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ঢাকা ক্যাপিটালস। শুরুটা টি-টোয়েন্টি সুলভ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়েছে দলটি।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৯৬ রান। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন লিটন দাস। ৪৮ বলের ইনিংসে ৪টি করে ছক্কা ও চার মেরেছেন তিনি। সিলেটের শিনওয়ারি, টিপু সুলতান দুটি করে উইকেট পেয়েছেন।

নাঈমের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় চিটাগং

নিউজিল্যান্ডকে হারিয়ে নাইজেরিয়ার চমক

এত সেঞ্চুরি আগে কখনো দেখেনি বিপিএল

সেঞ্চুরির পরই কেন অধিনায়কত্ব হারালেন বিজয়

তামিমের সঙ্গেই এত লাগছে কেন

সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি, দাবি তামিমের

অস্ট্রেলিয়াকে ‘ভয়’ দেখিয়েও জিততে পারল না বাংলাদেশ

বিপিএলে ২০০ স্ট্রাইকরেটের রহস্য তাহলে এই

বিশ্বকাপের টিকিট অনেক কঠিন হয়ে গেল বাংলাদেশের

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সেকশন