হোম > খেলা > ক্রিকেট

বিতর্কিত রাজশাহীই মাটিতে নামাল রংপুরকে

ক্রীড়া ডেস্ক    

রংপুরকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রাজশাহী। ছবি: সৌজন্য

বিপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচে টানা জয়। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনো রংপুর রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করেছে সবার আগেই। এই রংপুরকে থামাবে কে? এমন অবস্থানে থেকে চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ডুবতে ডুবতে উড়তে থাকা রংপুরকেও মাটিতে নামাল দুর্বার রাজশাহী।

লিগ পর্বে নিজেদের ১০ম ম্যাচে আজ রংপুরকে ২৪ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রাজশাহী। ইয়াসির আলী ও সাব্বির হোসেনের তাণ্ডবে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৭০ রান করেছিল তারা। ১৭১ রানের রানের লক্ষ্য তাড়ায় নেমে তাসকিন আহমেদ-রায়ান বার্লদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স।

রংপুর বিপর্যয়ে পড়ে শুরুতেই। ১৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। ওপেনার স্টিভেন টেলর ১ ও ইরফান শুক্কুর ফেরেন ০ রানে। ইফতিখার আহমেদও রানের খাতা কুলতে ব্যর্থ হয়েছেন। খুশদিল শাহ ১৪ ও শেখ মেদেহী হাসান আউট হয়েছেন ৮ রানে। এ ছাড়া তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ২ ছক্কা ও ৫ চারে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন।

চেষ্টা করেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। ২৬ বলে ৪১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ১৪ বলে ২৩ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন ও মেহেরব হোসেন ২০ রানে ২টি করে এবং ২২ রান দিয়ে রায়ান বার্ল শিকার করেছেন ৪ উইকেট।

তার আগে টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। টপ অর্ডার থেকে দারুণ শুরু পেয়ে মিডল অর্ডারে তাণ্ডব চালিয়েছেন ইয়াসির আলী। দুই ওপেনার মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ এবং ৩ ছক্কা ও ৪টি চারে ১৯ বলে ৩৯ রান করেছেন সাব্বির হোসেন। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ ছক্কা ও ২ চারে ৩২ বলে ৬০ রান করেছেন তিনি। রংপুরের খুশদিল শাহ ও আকিফ জাভেদ ৩টি করে উইকেট নিয়েছেন।

২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন রাজশাহীর অলরাউন্ডার রায়ান বার্ল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে উঠেছে তারা।

খুলনাকে চারে তুললেন মিরাজ

ব্র্যাডম্যান-ওয়ার্নদের পাশে ক্লার্ক

‘রিয়াদ ভাই শুধু বলেছিলেন, কখন কী করতে হবে’

চট্টগ্রামে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি

রংপুরকে কি থামাতে পারবে দুর্বার রাজশাহী, খেলা দেখবেন কোথায়

বিপিএলে খেলার চেয়ে তামাশাই যেন বেশি হচ্ছে

বৃথা গেল নাঈমের লড়াই

বের করে দেওয়া হলো গায়ে ‘সাকিব’ লেখা দর্শকদের

তামিমের মতো এত ছক্কা মারতে পারেননি কোনো বাংলাদেশি

ঢাকার জয়ের দিনে তামিমের আক্ষেপ, হেরে গেল চিটাগং

সেকশন