হোম > খেলা > অন্য খেলা

বিশ্বকাপ প্রস্তুতিতে হকিতে বিদেশি কোচ আনার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০: ০৬
সামিনদের জন্য বিদেশি কোচ চায় ফেডারেশন। ফাইল ছবি

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের পরের লক্ষ্য জুনিয়র বিশ্বকাপে দারুণ কিছু করা। এরই মধ্যে হকি ফেডারেশনও সবকিছু গুছিয়ে প্রস্তুত হচ্ছে। বিশ্বকাপকে সামনে রেখে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে তারা।

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আগামী বছরের এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ চালু করতে চাই। পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়েও আলোচনা করেছি। বিশ্বকাপকে সামনে রেখে পাঁচ-ছয় মাসের দীর্ঘ একটা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। চেষ্টা থাকবে, ক্যাম্পে সব আধুনিক সুযোগ-সুবিধা রাখার।’

আগামী বছরের ডিসেম্বরে ২৪ দল নিয়ে ভারতে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। এশিয়া কাপে পঞ্চম হওয়া বাংলাদেশ সেই আসরে প্রথমবার অংশ নেবে। টুর্নামেন্টে ভালো করতে খেলোয়াড়দের চাওয়া ফেডারেশন যেন প্রস্তুতিটা দ্রুত শুরু করে। গতকাল এ নিয়ে অনূর্ধ্ব ২১ হকি দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন বলেন, ‘প্রস্তুতিটা যত আগে শুরু হবে, ততই আমাদের ভালো। এখন দেখা যাক, ফেডারেশন কী করে। আসলে আমাদের সেই পর্যায়ের প্রস্তুতিমূলক ম্যাচ খেলা দরকার। এশিয়ান লেভেলের দলগুলোর সঙ্গে তো খেললাম। এখন ইউরোপের দলের সঙ্গে খেলতে পারলে আমাদের প্রস্তুতিটা ভালো হবে।’

কোচিং প্যানেলেও আসছে নতুনত্ব। এশিয়া কাপে যুবাদের কোচ ছিলেন মওদুদুর রহমান শুভ। তাঁর কোনো সহকারীও ছিল না। শুভর সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি ফেডারেশন। সেই জায়গায় বিদেশি কাউকে কোচ হিসেবে আনতে চায় ফেডারেশন।

জয় ও সামিনের সঙ্গে অনেকটাই একমত জাতীয় দলের সাবেক তারকা অধিনায়ক ও কোচ মাহবুব হারুন। ইউরোপীয় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ হলে যুবারা নিজেদের শক্তিমত্তা বুঝতে পারবে বলে মনে করছেন হারুন, ‘ম্যাচ খেলার বিকল্প নেই। বিদেশে গিয়ে ইউরোপীয় দলগুলোর সঙ্গে ম্যাচ খেললে ভালো হয়। ক্যাম্পেও সব ধরনের সুযোগ-সুবিধা রাখতে হবে। যেটা তাদের প্রস্তুতিকে পরিপূর্ণ করতে সহায়তা করবে।’

‘আমরা যুক্তরাষ্ট্রেই থেকে যাব’

‘সবাই শুধু আশা দেখায়’

নতুন বছরে লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া

হকি ফিরতেই হট্টগোল

সেকশন