হোম > খেলা > টেনিস

দ্বিতীয় সন্তানের মা হলেন সেরেনা

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় সন্তানের মা হলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে গত মঙ্গলবার রাতে খবরটি নিশ্চিত করেছেন তিনি ও তাঁর স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান। 

আমেরিকান ব্যবসায়ী ওহানিয়ান তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামে সেরেনা ও তাঁর দুই সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বাগতম, আদিরা রিভার ওহানিয়ান। আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, আমাদের ঘর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। একজন সুস্থ নবজাতক এসেছে আমাদের ঘরে। মা-ও সুখি ও সুস্থ আছে।’ 

এই দম্পতি প্রথম সন্তানের জন্ম দেন ২০১৭ সালের ১ সেপ্টেম্বর, তাঁদের কোলজুড়ে আসে কন্যাসন্তান অ্যালেক্সিস ওলিম্পিয়া। দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে আদিরা রিভার।

ওহানিয়ান আরও লেখেন, ‘কৃতজ্ঞতা অনুভব করছি। সেরেনা উইলিয়ামস, তুমি আমাকে আরেকটি অতুলনীয় উপহার দিয়েছো। যারা আমার স্ত্রী ও আমাদের কন্যাকে দেখাশোনা করেছেন সেসব অসাধারণ মেডিকেল স্টাফদের ধন্যবাদ। অলিম্পিয়ান ওহানিয়ানকে তার শিশু বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মুহূর্তটি আমি কখনই ভুলব না।’ 

সেরেনাও নতুন জন্ম দেওয়া সন্তানসহ পরিবারকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন টিকটকে। মার্কিন কৃষ্ণকলি ২০২২ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন খেলার পর পেশাদারি টেনিসকে বিদায় জানান।

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন