হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউবে ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও দেখার সুবিধা

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোনে ১০৮০ পিক্সেল রেজল্যুশনে ভিডিও দেখার সুবিধা নিয়ে এল ইউটিউব। গত আগস্টে আইওএস ডিভাইসে এই ফিচার ছাড়া হয়। এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনসহ ওয়েব ও স্মার্ট টিভিতেও এই সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের গ্রাহকেরা ফিচারটি ব্যবহার করতে পারবেন। 

ইউটিউবের নতুন ফিচারটি ভিডিওয়ের সেটিংসের কোয়ালিটি অপশনে পাওয়া যাবে। এই অপশন থেকে পছন্দ অনুযায়ী ভিডিওয়ের রেজল্যুশনে নির্বাচন করা যায়। ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা সব ধরনের মডেলে ফিচারটি ব্যবহার করতে পারবে। 

এই বছরে ইউটিউব প্রিমিয়ামের দাম বাড়ানো হয়। তবে এই ক্ষতি পুষিয়ে দিতে নতুন নতুন ফিচার প্রিমিয়াম গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই প্ল্যাটফর্ম। 

এছাড়া স্মার্টফোনের ‘কনটিনিউ ওয়াচিং’ ফিচারটি ট্যাবলেট ও স্মার্ট টিভিতেও নিয়ে আসছে ইউটিউব। এই ফিচারের মাধ্যমে যে সময়ে গিয়ে ভিডিও দেখা বন্ধ করা হয় সেময় থেকেই আবার ভিডিও দেখানো শুরু হবে। প্রথম থেকে পুনরায় ভিডিও চালু করতে হবে না। 

পরীক্ষামূলক পর্যায়ে থাকা এআই চ্যাটবট ও এআইভিত্তিক ভিডিও সামারি ফিচার ব্যবহার করে দেখার সুযোগ পাচ্ছে ইউটিউব প্রিমিয়ামের গ্রাহকেরা। তবে ফিচারগুলো কবে পুরোপুরি প্ল্যাটফর্মটিতে ছাড়া হবে তা জানানো হয়নি। 

ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ডিসকর্ড নিটরো, ওয়ালমার্ট প্লাস ও পিসির গেম পাস তিন মাস ফ্রিতে ব্যবহার করার সুযোগ পায়। এছাড়া প্রিমিয়াম গ্রাহকেরা ‘ক্লাম’ মেডিটেশন অ্যাপে চার মাসের ফ্রি ট্রায়াল ও গেনসিন ইমেপ্যাক্ট গেমের বিভিন্ন ‘লুট বান্ডেল’ পেয়ে থাকে। 
 
পেইড ও ফ্রি ট্রায়ালে বিশ্বজুড়ে প্রায় ৮ কোটি গ্রাহক ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করছে। তবে সম্প্রতি অ্যাড–ব্লকার সফটওয়্যারের ব্যবহার বন্ধ করে দেওয়ায় প্ল্যাটফর্মটি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে। 

বাংলাদেশের ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২৩৯ টাকা। তবে প্রথম মাস ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহার করা যাবে। আর কেউ ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রাইব করলে সর্বোচ্চ পাঁচজন বিজ্ঞাপনবিহীন ইউটিউব ভিডিও দেখার সুবিধা পাবেন। যেসব শিক্ষার্থী ইউটিউব ভিডিও দেখে লেখাপড়া করেন, তাঁদের জন্য অবশ্য ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে দিতে হবে মাত্র ১৩৯ টাকা

তথ্যসূত্র: এন্ড গ্যাজেট

আইওএসের নতুন আপডেটে যুক্ত হবে যে ৫ ফিচার

স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি এস২৫ সিরিজ, দাম ও স্পেসিফিকেশন

বিশ্বের সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা মুকেশ আম্বানির

ভ্রমণ পরিকল্পনায় সাহায্য করবে ওপেনএআইয়ের ‘অপারেটর’

বিশ্বজুড়ে চ্যাটজিপিটির পরিষেবায় বিঘ্ন

আকাশপথে চলবে ভার্টিক্যাল এয়ারোস্পেসের অভিনব যান, ঘণ্টায় গতি ২৪০ কিলোমিটার

রিভেঞ্জ পর্নোকে অপরাধ গণ্য করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া, বিতর্কিত ৯টি ধারা বাতিল

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১০ পদক জয় বাংলাদেশের

এআইয়ের নকশায় তৈরি হচ্ছে ওষুধ, পরীক্ষামূলক ব্যবহার এ বছরই

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো

সেকশন