হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ট্রাম্পের ট্রুথ সোশ্যালের লোকসান প্রায় ৬ কোটি ডলার, শেয়ার দরে ধস

অনলাইন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের শেয়ারের দর সোমবার (১ এপ্রিল) ২৫ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিটি গত বছর ৫ কোটি ৮২ লাখ ডলার লোকসানের তথ্য প্রকাশের পর এই দরপতন হয়। এখন এই প্ল্যাটফর্মটিকে চালিয়ে নেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। 

গত সপ্তাহে শেয়ারবাজারে আসার পরই হইচই ফেলে দেয় ট্রাম্পের ট্রুথ সোশ্যাল। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের বাজারমূল্য একলাফে ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। যদিও নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটির পণ্য বা সেবা বিক্রি ছিল মাত্র ৪১ লাখ ৩০ হাজার ডলারের। 

বিভিন্ন কোম্পানির নিরীক্ষকেরা বলছে, যে পরিমাণ লোকসানের তথ্য কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে এটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ রয়েছে। 

 ২০২৩ সালে ট্রাম্প মিডিয়ার নিট লোকসান ছিল ৫ কোটি ৮২ লাখ। ঋণের সুদ বাবদ ব্যয় বাদ দিয়ে কোম্পানি ১ কোটি ৬০ লাখ ডলারের পরিচালন লোকসানের তথ্য প্রকাশ করেছে। যেখানে ২০২২ সালে পরিচালন লোকসান ছিল ২ কোটি ৩২ লাখ। 

ট্রাম্প মিডিয়াতে ট্রাম্পের বেশ বড় অংশীদারত্ব রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ফলে অতিরিক্ত শত কোটি ডলারের মালিক বনে যান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকায় যুক্ত হয়েছেন। 

এখন শেয়ারদরের যে অবস্থা তাতে ট্রাম্প তাঁর শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহও করতে পারবেন না। যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তাঁকে আইনি লড়াইয়ের পেছনে প্রচুর খরচ করতে হচ্ছে। 

মর্নিংস্টারের গবেষণা বিভাগের ভাইস–প্রেসিডেন্ট জন রেকেনথালার সম্প্রতি মন্তব্য করেছেন, ট্রাম্প মিডিয়া হলো ক্রিপ্টোকারেন্সির মতো। বিটকয়েনের মতো, লোকেরা ট্রাম্প মিডিয়াকে ভবিষ্যতের নগদ প্রবাহের জন্য নয়, বরং রাতারাতি টাকা বানানোর একটি অনুষঙ্গ হিসেবে দেখছে।

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম

ফেসবুক–টিকটককে লক্ষ্য করে ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

কিশোর হত্যার জেরে আলবেনিয়ায় নিষিদ্ধ টিকটক

সেকশন