হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

হ্যাকিং প্ল্যাটফর্মে ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর তথ্য

প্রযুক্তি ডেস্ক

প্রায় ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর আইডি, ছবি, ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ অবস্থানের তথ্য এক অনলাইন হ্যাকিং প্ল্যাটফর্মে উন্মুক্ত করে দিয়েছে একদল হ্যাকার। টুইটারের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে গত বছর এসব তথ্য চুরি করে হ্যাকাররা। এর আগে তথ্যগুলো অনলাইনে ৩০ হাজার ডলারে বিক্রি হয়। তবে এবারই প্রথম বিনা মূল্যে সবাইকে এসব তথ্য ব্যবহারের সুযোগ দিচ্ছেন হ্যাকাররা। 

টুইটারের চুরি হওয়া তথ্য অনলাইনে বিক্রির বিষয়টি প্রথম চোখে পড়ে চাদ লোডার নামক এক ব্যক্তির। পেশায় তিনি একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি জানান, ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর প্রায় সকল তথ্যের পাশাপাশি আরও প্রায় ১৪ লাখ টুইটার ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন হ্যাকাররা। তবে চুরি করা ফোন নম্বরগুলো বিক্রি না করে নিজেদের কাছে রেখেছে হ্যাকাররা। ধারণা করা হচ্ছে, ফোন নম্বরগুলোকে বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করা হতে পারে। 

এদিকে তথ্য চুরির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে টুইটারে টুইট করার পরপরই চাদ লোডারের অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার।

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম

ফেসবুক–টিকটককে লক্ষ্য করে ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

কিশোর হত্যার জেরে আলবেনিয়ায় নিষিদ্ধ টিকটক

থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী এখন ১০ কোটি

মাদক বিক্রি বন্ধে ফেসবুক–টিকটকের সঙ্গে বসছে ট্রাম্পের প্রতিনিধিদল

সেকশন