প্রযুক্তি ডেস্ক
ইউটিউব চ্যানেল আক্ষরিক অর্থেই এখন একটি মূল্যবান সম্পদ। আর এটি সম্পূর্ণ ভার্চ্যুয়াল হওয়ায় নিরাপত্তা নিয়ে সব সময়ই উদ্বেগ থাকে। কারণ চ্যানেলের নিরাপত্তায় দুর্বলতা থাকলে সাইবার অপরাধীরা নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে অথবা অপরাধমূলক কর্মকাণ্ড করে চ্যানেলের মালিককে ফাঁসিয়ে দিতে পারে। এমন ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ইউটিউব চ্যানেলে টু স্টেপ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয়া রাখা ভালো।
এখন কথা হলো, ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা যায় কীভাবে? ইউটিউব চ্যানেল খুলতে হয় জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। তাই ইউটিউবের টু স্টেপ ভেরিফিকেশনের জন্য জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করে নিলেই হয়। আর এটির সুফল পেতে চাইলে ব্রাউজারে জিমেইলের পাসওয়ার্ড কখনোই সংরক্ষণ করা যাবে না।
জিমেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করার পদ্ধতি:
এভাবে জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হওয়া মানেই এই অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলেও টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হয়ে যাওয়া।
এখন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ ওই জিমেইল অ্যাকাউন্টটিতে লগইন করার চেষ্টা করলে ওই ফোন নম্বরে ওটিটি নম্বর চলে যাবে। এই নম্বরটি না দিয়ে কোনোভাবেই অ্যাকাউন্টে লগইন করা যাবে না। আবার একইভাবে সেটিংয়ে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করে দেওয়া যায়।