বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলে গেলেন হাসান আবিদুর রেজা জুয়েল। এক যুগের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন দেশের এই জনপ্রিয় সংগীতশিল্পী। আজ মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে সে লড়াইয়ের সমাপ্তি ঘটল। জুয়েলের মৃত্যুতে শোক নেমেছে দেশের সংগীতাঙ্গনে।
২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। দেশ ও বিদেশে তাঁর চিকিৎসা চলছিল। গত ২৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফসাপোর্টে। শেষ দুদিন অবস্থার উন্নতির কথাই জানাচ্ছিলেন চিকিৎসকেরা। কিন্তু মঙ্গলবার দুপুরে এল দুঃসংবাদ।
জুয়েলের বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
জুয়েলের জানাজা ও দাফন নিয়ে পারিবারিক সিদ্ধান্তের কথা জানিয়ে শিল্পীর মেজ ভাই মহিবুর রেজা রুবেল বলেন, আজ বাদ আসর জুয়েলের জানাজা হবে গুলশানের আজাদ মসজিদে। সন্ধ্যার পর বনানী কবরস্থানে হবে দাফন। তবে সময়ের একটু হেরফের হতে পারে।
এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে (১৯৯৪)’, ‘আমার আছে অন্ধকার’ (১৯৯৫), ‘একটা মানুষ’ (১৯৯৬), ‘দেখা হবে না’ (১৯৯৭), ‘বেশি কিছু নয়’ (১৯৯৮), ‘বেদনা শুধুই বেদনা’ (১৯৯৯), ‘ফিরতি পথে’ (২০০৩), ‘দরজা খোলা বাড়ি’ (২০০৯) এবং ‘এমন কেন হলো’ (২০১৭)।