হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

আব্দুর রহমান হৃদয়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় রাসেল নামের আরেক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান হৃদয় চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার সওদাগর বাড়ির সেলিমের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানায়, কয়েক দিন আগে হৃদয়ের বন্ধু আশিকের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন গোলাবাড়ি এলাকার মুরি বাড়ির শাহ আলমের ছেলে বাবু (৩৫)। ওই টাকা ফেরত চাইলে বাবু টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে আশিক বিষয়টি বাবুর বড় ভাই রনিকে জানান। তাতে ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করেন বাবু।

খবর পেয়ে রাতে রাসেলকে নিয়ে বাজারের দিকে যান হৃদয়। চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে বাবুর সঙ্গে তাঁদের দেখা হয়। এ সময় হৃদয় ও রাসেলকে ছুরিকাঘাত করে বাবু পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে ছুরির আঘাত রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

সেকশন