হোম > সারা দেশ > ঢাকা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় তারা আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভাঙচুর চালায়। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূরে আলম সরকারের ইটভাটায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আটিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জয়-ই মামুন (৪০), ইউনিয়ন বিএনপির সদস্য ও কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)।

ইউপি চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘কয়েক শ ছেলে আমার কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেন। এরপর স্থানীয়রা বাধা দিলে তাঁরা আহত হন।’

আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, ‘আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী কিছু লোক নিয়ে বিএনপির গুটি কয়েক নেতা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।’

জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, ‘এ ঘটনায় বিএনপির অপর কোনো পক্ষ নেই। ওই ইউপির চেয়ারম্যান ও তাঁর ভাতিজারা এ ঘটনার সঙ্গে জড়িত।’

সদর থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

সেকশন