চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও স্যার এ এফ রহমান হলের মধ্যবর্তী একটি পাহাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, কিরিচ, দা ও ছুরি। অস্ত্রগুলো ১০ থেকে ১৫ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের মধ্যবর্তী পেছনে পানির ট্যাংকের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা মরিচা ধরা কিছু দেশীয় অস্ত্রের সন্ধান পায়। পরবর্তী সময়ে আমরা প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করি।’
মিজানুর রহমান আরও বলেন, ‘অস্ত্রগুলো ১০ থেকে ১৫ বছরের পুরোনো বলেও ধারণা করছি। আমরা জব্দ তালিকা করে অস্ত্রগুলো রেখে দিয়েছি।’