নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে ছয় বছর বয়সী কন্যাসন্তান নিয়ে বিষপান করেছেন সাজেদা আক্তার (২৭) নামের এক গৃহবধূ। বিষপানের ঘটনায় জান্নাতুল মাওয়া নামের ওই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল মাওয়া ২ নম্বর ওয়ার্ড পূর্ব নরসিংহপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ার বাড়ির গোলাম কুদ্দুসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে কুদ্দুসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কোম্পানীগঞ্জের সাজেদা আক্তারের। নূর হোসেন জিহাদ (১০) ও জান্নাতুল মাওয়ার (৬) বাবা কুদ্দুস ১০ দিন আগে ওমান থেকে দেশে আসেন। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে জিহাদকে মারধর করেন তার বাবা কুদ্দুস। এ নিয়ে সাজেদার সঙ্গে বাগ্বিতণ্ডা হয় কুদ্দুসের। এ ঘটনার জের ধরে রাতে তাঁদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়।
গোলাম কুদ্দুসের ভাই গোলাম সারোয়ার বলেন, রাতে ঝগড়া-বিবাদের জেরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পরিবারের লোকজনের অজান্তে নিজে ও মেয়ে মাওয়াকে কীটনাশক খাওয়ান সাজেদা। পরে ঘরে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তারা দুজন বিষ খাওয়ার সময় ছেলে জিহাদকেও খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু জিহাদ খায়নি। মুমূর্ষু অবস্থায় সাজেদাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।