ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স না থাকায় দুই হাসপাতাল সিলগালা ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরের কয়েকটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার। সিলগালা করা দুই হাসপাতাল হলো–ইসলামিয়া হাসপাতাল ও গৃদকালিন্দিয়া স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ উপজেলা সদরের হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের লাইসেন্স না থাকায় ওই দুই হাসপাতাল সিলগালা করা হয়। এ ছাড়া ওই হাসপাতালের ভেতর ফার্মেসিরও লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।