হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি ক্ষমতায় গেলে লুটের টাকার হিসাব নেওয়া হবে: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরকার উন্নয়নের নামে যেসব টাকা বিদেশে পাচার করেছে বিএনপি ক্ষমতায় গেলে সেই টাকার হিসাব নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। 

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি। 

রুমিন ফারহানা বলেন, ‘সরকার উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আগামী দিন বিএনপি যখন ক্ষমতায় আসবে, সেই লুটের টাকার হিসাব নেওয়া হবে।’ 

সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকার ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছে, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।’ 

সরকারের উদ্দেশ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না। কিন্তু দেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। যথেষ্ট অত্যাচার আপনারা করেছেন। মানুষ কথা বলতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মানুষ ফেসবুকে লিখতে ভয় পায়। স্ট্যাটাস শেয়ার ও লাইক-কমেন্ট করতেও ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়েছেন আপনারা। সেদিন দূরে নয়, যেদিন এই আইনেই আপনাদের হাত বাঁধা পড়বে।’ 

বিএনপির এই নেত্রী বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে এমন কোনো ষড়যন্ত্র নেই, যেটা করা হচ্ছে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। এই সরকার সত্যি সত্যি যদি কাউকে ভয় করে, তা হচ্ছে জিয়া পরিবার। এই সরকার জানে কারও ডাকে যদি বাংলাদেশের মানুষ এক হয়, তা হচ্ছে জিয়া পরিবারের ডাক। আমরা দেশে গত কয়েক মাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আপনারা দেখেছেন আমাদের কীভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের ১৭ জন কর্মী পুলিশের গুলিতে মারা গেছে।’ 

রুমিন ফারহানা বলেন, ‘পুলিশ ভাইদের বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। নিজের ভাইয়ের বুকে গুলি চালানোর আগে ১০ বার চিন্তা করেন। সময় কিন্তু পাল্টাবে, আওয়ামী লীগ চিরকাল কিন্তু ক্ষমতায় থাকবে না। আপনাদের সব অপকর্মের জবাব দিতে হবে। আপনাদের সব অপকর্মের বিচার হবে।’ 

কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটি সদস্য তকদির হোসেন মো. জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুমিনুল হক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন