হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে লরিচাপায় পিষ্ট অটোরিকশা, নিহত ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী লরির চাপায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা একটি অটোরিকশার চালক ও যাত্রী। এতে আহত হয়েছে আরও দুজন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার মিয়াবাজারে মহাসড়কের কাশিনগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন, মিয়ার বাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম।

নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে রাশেদ খান (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া এলাকার মো. ইব্রাহিম (৪০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আমান জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যান। আহত হন আরও ২ জন। পরে হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনার স্থলে এসে লরি গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহদাৎ বলেন, দুজন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নাফ নদী থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন