নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে আন্দরকিল্লা এলাকায়।
বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করছেন।
সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করে। এই সরকার আমরা আর চাই না।’
জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।