হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বৃষ্টির মধ্যেও রাস্তায় নেমে এলেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে আন্দরকিল্লা এলাকায়। 

বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া কেউ কেউ সরকারের পদত্যাগও দাবি করছেন। 

আবুল হাসনাত নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শর বেশি মানুষকে হত্যা করেছে এই সরকার। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ৯ দফা দাবির পাশাপাশি এই দাবিও এখন আমাদের।’ 

সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করে। এই সরকার আমরা আর চাই না।’

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। দুই শর বেশি মানুষ হত্যার বিচার চাই। এসব হত্যার সঙ্গে জড়িত সরকারই। সরকারের পদত্যাগ বা পতন ছাড়া অন্য কোনো দাবি আমাদের নেই।’

জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

সেকশন