হোম > সারা দেশ > চট্টগ্রাম

কল্পনা চাকমাকে সহযোগিতার হাত বাড়ালেন ‘জদাবল গ্রুপ’

প্রতিনিধি, মহালছড়ি (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ঘাটঘর পাড়া গ্রামের গৃহহীন অসহায় বিধবা কল্পনা চাকমাকে একটি ছাগল ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভার্চ্যুয়াল ভাবে গঠিত ‘জদাবল’ নামের একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। জদবল গ্রুপের প্রধান উদ্যোক্তা সুনেন্টু চাকমার মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি বাজার থেকে জদাবল গ্রুপের পক্ষ থেকে সুনেন্টু চাকমার পাঠানো ৪ হাজার টাকায় সাংবাদিক মিল্টন চাকমা’র মাধ্যমে একটি ছাগল কিনে কল্পনা চাকমাকে প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক রত্ন উজ্জল চাকমা, উক্ত এলাকার কর্মী দীপা চাকমা।

সুনেন্টু চাকমা বলেন, কলেজজীবন থেকেই তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অতীতেও তিনি অনেকগুলো মানবিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি সেই সংগঠনের সঙ্গে নানা কারণে জড়িত না থাকলেও ভার্চুয়ালভাবে বন্ধুবান্ধবদের নিয়ে মানবিক সহায়তার জন্য ‘জদাবল’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন।

এ গ্রুপের মাধ্যমে বিভিন্ন এলাকায় গরিব ও অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। গত ৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় “টাকা না দেওয়ায় ঘর জোটেনি” শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর কল্পনা চাকমা’র দুরবস্থার কথা জানতে পারেন সুনেন্টু চাকমা। তারপর থেকেই তিনি কল্পনা চাকমাকে সহযোগিতার কথা চিন্তি করেন। এই লক্ষ্যে কল্পনা চাকমাকে ছাগল উপহার প্রদানের সিদ্ধান্ত নেন।

সুনেন্টু বলেন, আমি মনে করি অসহায় বিধবা কল্পনা চাকমা ছাগল পালন করে কিছুটা হলেও অভাব দূর করতে পারবেন। এ ছাড়া কল্পনা চাকমা’র সব সময় খোঁজখবর রাখবেন বলে জানান তিনি।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন