হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোররাতে ১০ মিনিটের বৃষ্টিতে চট্টগ্রামবাসীর স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টানা ১৫ দিনের তীব্র গরমের পর চট্টগ্রামে একপশলা বৃষ্টি ঈদের দিনে স্বস্তির ইঙ্গিত বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রায় ১০ মিনিট বৃষ্টি দেখা মিলেছে। চট্টগ্রাম নগরীসহ চট্টগ্রামের একেক স্থানে বৃষ্টির এই স্থায়িত্ব কম বেশি হলেও বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা। 

চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া এলাকার বাসিন্দা মো. রায়হানুল হক বলেন, ‘অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হয়েছে এটাই অনেক শান্তির। আগামীকাল ঈদের আগে পরিবেশটা সৃষ্টিকর্তার পক্ষ থেকেই ঠান্ডা করে দেওয়া হলো।’ 
 
গত ১৫ দিনের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ছিল। একপশলা বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই। দু-এক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামার খবর আসছিল। অবশেষে বৃহস্পতিবার আকাশ থেকে নামল বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত আর দমকা হাওয়া। 

এদিকে হালকা বৃষ্টির পর বাতাসে গরম ভাবও কমে আসে অনেকখানি। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বৃষ্টির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। 

সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সম্পাদক ফারুক ইকবাল লেখেন, ‘আহা! স্বস্তির বৃষ্টি, শান্তির বৃষ্টি। রাত এখন পৌনে ৪টা। এই সময়ে এমন প্রাণমন শীতল করা বিপুল আকাঙ্ক্ষার ঝিরিঝিরি বৃষ্টি। 

ক্যাপশন: এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম নগরী। ছবিটি বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকা থেকে তোলা।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন