হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীকে বিষপানে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বিষপান করিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. সোহেল (২৮)। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের সেকান্তর মিয়ার ছেলে। আজ শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর স্ত্রীর নাম রুমা বেগম (২৫)। তিনি একই বাড়ির মো. ইউসুফ মিয়ার মেয়ে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকালে তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। তাঁদের রিয়ান নামের ৮ বছর বয়সের একটি ছেলেসন্তান রয়েছে। এ ঘটনায় নিহত রুমা বেগমের ভাই মো. হারুন বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেছেন। 

নিহতের ভাই মো. হারুন জানান, প্রায় ১০ বছর আগে রুমা ও সোহেল প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সোহেল নেশাগ্রস্ত হওয়ায় তাঁদের সংসারে টানাপোড়েন দেখা দেয়। স্ত্রীকে টাকার জন্য নির্যাতন করতে থাকেন সোহেল। গত রোববার রুমাকে মারধর করে মৃত ভেবে মুখে বিষ ঢেলে দেন সোহেল। এরপর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে মারা যান তিনি। 

অভিযুক্ত মো. সোহেল বলেন, ‘আমি স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করিনি। ঝগড়া লাগলে আমি তাঁকে ভাত না খেয়ে বিষ খেয়ে মরার কথা বলি। এতেই রুমা ক্ষুব্ধ হয়ে বিষ পান করে।’ 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, রুমা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন