হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে ২৪ চিকিৎসকের বিশেষ দল গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ২৪ জন চিকিৎসকের বিশেষ দল গঠন করেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। জনসভার আশপাশে থাকা প্রায় ৫৫০ জনের করোনাভাইরাস টেস্ট করেছে স্বাস্থ্য বিভাগ। এসব ব্যক্তিদের কারও মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। আগামীকাল শনিবার প্রধান শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন। 

চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আনোয়ার ও পতেঙ্গা অংশে ২৪ চিকিৎসকের বিশেষ দল কাজ করবে। এ ছাড়া আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে তালিকা দেওয়া সাড়ে ৫০০ জনের করোনা টেস্ট করা হয়েছে। তাঁদের কারও মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।’ 

চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার কাছে দেওয়া তালিকায় দেখা গেছে, ২৪ চিকিৎসকের বিশেষ দলের নেতৃত্ব দেবেন সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী। পতেঙ্গা অংশে সুধী সমাবেশে দায়িত্ব পালন করবেন ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী, মেডিকেল অফিসার এনামুল হক, জুনিয়র কনসালট্যান্ট রামশ্রী ধর, মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব। আনোয়রা অংশে দায়িত্ব পালন করবেন মেডিকেল অফিসার মুহাম্মদ নওশাদ খান, রাশেদ নিজাম। 
প্রধানমন্ত্রীর গাড়িবহরে চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু চৌধুরী, সৌরভ সরকার, মিয়া মোহাম্মদ কামার উদ্দিন ও মোহাম্মদ জাহিদ উল্লাহ। 

পুরো সমাবেশ ঘিরে আরও ৫টি আলাদা মেডিকেল দল গঠন করা হয়েছে। মেডিকেল টিম-১ পতেঙ্গা সুধী সমাবেশে দায়িত্ব পালন করবেন চিকিৎসক ইমরুল কায়সারের নেতৃত্বে আবিদুর শাহেদীন চৌধুরী, তাজদীনা হক খান, শুভ্র দেব। মেডিকেল টিম-২-এ দায়িত্ব পালন করবেন চিকিৎসক হিতাংগু শেখর পাল, প্রতীম নন্দী। তাঁদের দায়িত্ব আনোয়ারার সমাবেশস্থলে। 

মেডিকেল টিম-৩-এ দায়িত্বপালন করবেন চিকিৎসক মো. নাজিবুর রহমান, মোহাম্মদ আজমাঈন ইকতিদার। মেডিকেল টিম-৪-এ দায়িত্বপালন করবেন চিকিৎসক পার্থ সারর্থি সরকার, তাওফিকুর রহমান চৌধুরী, সালমা আক্তার। মেডিকেল টিম-৫-এ দায়িত্বপালন করবেন মো. ইশতিয়াক খালেদ, আকীক দে। 

সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, ‘মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। তাদের সহযোগিতা করবেন আরও প্রায় অর্ধ শতাধিক নার্স।’

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন