হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির হল ডাইনিংয়ের খাবারে সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছেলেদের একটি আবাসিক হলের ডাইনিংয়ের খাবারে সিগারেটের অবশিষ্টাংশ পেয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার জের ধরে হল ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। যদিও ডাইনিং ম্যানেজারের দাবি, এই ঘটনা পরিকল্পিত। 

গতকাল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে এই ঘটনা ঘটে। পরে আজ বুধবার অনেকেই সিগারেটের অবশিষ্টাংশের ছবি ফেসবুকে পোস্ট করেন। এর আগে গতকাল রাতেই শিক্ষার্থীরা সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার অভিযোগ ও খাবারের মান বাড়ানোর দাবিতে ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেন। তাতে ডাইনিংয়ে রান্না করা অন্তত তিন শ লোকের খাবার নষ্ট হয়ে যায়। পাশাপাশি আজ বুধবার দুপুরে ডাইনিং বন্ধ থাকে।

সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার কথা জানিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে হলের ডাইনিংয়ে খেতে গিয়ে আমাদের কয়েকজন ছোট ভাই ডালের মধ্যে সিগারেটের অবশিষ্টাংশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ডাইনিংয়ে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’

তবে ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন ডাইনিংয়ের ম্যানেজার মানিক মিয়া। তিনি আজকের পত্রিকা বলেন, ‘ছাত্ররা যে সিগারেট পেয়েছেন বলে জানিয়েছেন, সেটা একদম টাটকা। সেটি রান্না করার সময় থাকলে এ রকম অক্ষত থাকত না। এটা পরিকল্পিত ঘটনা।’

এ বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। ডাইনিং ম্যানেজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন