হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবার কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল বর্জ্য

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের ১০ কিলোমিটার এলাকা জুড়ে ভেসে এল বর্জ্য। আজ মঙ্গলবার শহরের নাজিরারটেক থেকে কলাতলী পয়েন্টের বিভিন্ন সৈকতে এসব বর্জ্য ভেসে আসে। পরে কলাতলী, সুগন্ধা ও লাবণি পয়েন্টে বর্জ্য অপসারণের কাজ শুরু করে বিচ কর্মীরা।

সমুদ্রসৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বীচ কর্মীদের সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা, সী-গাল, লাবণি, শৈবাল পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ছোট্ট-ছোট্ট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ ও খড় ভেসে আসে। এসব বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা দুপুর থেকে সরানোর কাজ করেছে।’

এর আগে ২০২০ সালে কয়েক দফায় এবং ২০২৩ সালের মার্চ মাসেও টানা কয়েক দিন একই ধরনের বর্জ্য সমুদ্রসৈকতে ভেসে এসেছিল। অবশ্যই ২০২০ সালে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্যও ছিল।

এদিকে ভেসে আসা বর্জ্য পর্যবেক্ষণে আসেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়ার নেতৃত্বে একদল বিজ্ঞানী। কী কারণে বর্জ্যের জোয়ার আসল তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছেন তারা।

আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢল ও সোনাদিয়া দ্বীপের প্যারাবনের গাছ কেটে পুড়িয়ে ফেলা গোড়ালি হতে পারে। আবার পাহাড় ধসে আসা বর্জ্যও হতে পারে। কয়েকটি কারণ সামনে রেখে বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।’

নাফ নদী থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন