নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হওয়ার পর চার দিন অচল থাকা আদালত আবার সচল হয়েছে। আজ রোববার সকাল থেকে চট্টগ্রামের ৭৪টি আদালতে বিচারিক কার্যক্রম চলছে। তবে এখনো আদালত এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এখনো আলিফের নৃশংস হত্যাকাণ্ডের কথা আদালত অঙ্গনের সবার মুখে মুখে। গত ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে গত বুধ ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। ফলে ওই সময় আদালতে কোনো কাজকর্ম হয়নি। একই সঙ্গে পালিত হয় মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময় দাসের অনুসারীদের। এ সময় চিন্ময়ের অনুসারীরা কুপিয়ে নৃশংসভাবে খুন করে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আগের দিন বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।