হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএম ডিপো থেকে পণ্যভর্তি অক্ষত কনটেইনার সরানো শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর আটকা পড়া অক্ষত পণ্যভর্তি কন্টেইনার ছাড় করছেন আমদানি-রপ্তানিকারকেরা। ডিপোতে প্রায় ১২ শ একক পণ্যভর্তি কন্টেইনার আছে; যেগুলো ডিপোর কার্যক্রম বন্ধ থাকায় গত ৪ জুন থেকে আটকা পড়ে। এখন আমদানি-রপ্তানিকারকেরা নিজেদের উদ্যোগেই কাস্টমসের অনুমতি নিয়ে সেগুলো ছাড় করে নিচ্ছেন। 

জানতে চাইলে বিএম কন্টেইনার ডিপোতে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা আজকের পত্রিকাকে বলেন, ডিপো চালুর অনুমতি দেয়নি কাস্টমস। তবে ডিপোতে আটকে থাকা পণ্যভর্তি অক্ষত কন্টেইনার ছাড়িয়ে নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়ের অনুমতি দিচ্ছে। নতুন করে কোনো কন্টেইনার ডিপোতে নেওয়ার সুযোগ নেই। গত তিন দিনে ৪০ থেকে ৫০টি চালান ছাড় দেওয়া হয়েছে। এতে ১০০ থেকে ১৫০টি অক্ষত কন্টেইনার সরিয়ে নেওয়া হচ্ছে। 

বিএম কন্টেইনার ডিপোর ম্যানেজার (অপারেশন) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিপো চালুর অনুমতির আবেদন করিনি। এখন ডিপোতে আটকে থাকা কন্টেইনার মালিকেরাই কাস্টমসের তাদের পণ্য ছাড়ের আবেদন করেছেন। এই ধরনের ৫০টি আবেদন জমা পড়েছে কাস্টমসে। কাস্টমস যাচাই করে সেগুলো অনুমোদন দিচ্ছে। মূলত ডিপো কাস্টমস ও আমদানিকারক বা রপ্তানিকারকের প্রতিনিধির উপস্থিতিতেই স্কোটিং করে আলাদা করা হচ্ছে। এখনো যে পণ্যগুলো খুব ভালো রয়েছে, তা রপ্তানির জন্য আজ রাত (বুধবার) থেকে জাহাজীকরণ করা হবে। যেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার কারখানায় মেরামত করে রপ্তানি করা হবে।’ 

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন