নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো ভেতরে অনেকেই আটকা আছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভেতরে আটকা থাকা মানুষদের স্বজনেরা উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করছেন। স্বজনদের কেউ কেউ বলছেন, এক ঘণ্টা আগেও অনেকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা গেলেও এখন তাদের মোবাইলে পাওয়া যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। ভেতরে অনেকেই আটকা পড়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন ভবনের ছাদে।
১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন। এতে এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন। তাদের পাশের হাসপাতালে নেওয়া হচ্ছে। কেউ কেউ দড়ি বেয়ে পাশের ভবনের ছাদে নামার চেষ্টা করছেন।