হোম > সারা দেশ > ঢাকা

আদালত অবমাননা: আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আদালত অবমাননা হয় ভবিষ্যতে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ। 

আজ বুধবার নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন নুরুল হক নুর। তবে সেদিন আদালত বলেন, ‘ভবিষ্যতে করবেন না—এমনটি তো দেখছি না।’ আদালত বলেন, ‘এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই।’ পরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন। 

এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত বছরের ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী ওই দিন হাজির হন তিনি। পরে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী হাজির হয়ে ব্যাখ্যা দিলেও আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় নতুন করে ব্যাখ্যা দেন। 

আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নুরুল হক নুর আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন, ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আদালতের বিষয়ে কথা বলতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আদালত ৩০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন নুরকে উপস্থিত থাকতে হবে।’

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন