হোম > সারা দেশ > ঢাকা

ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৩২

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের দায়ের করা মামলায় ওই গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিন মামলায় আদেশে তাঁদের জামিন বাতিল করেন।

আজ সোমবার আসামিদের আইনজীবী জামিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তা হলেন গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।

সম্পত্তি আত্মসাৎ-সংক্রান্ত তিন মামলায় ২২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২৩ ফেব্রুয়ারি তাঁদের ভিন্ন ভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে প্রত্যেকের জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রত্যেকের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পৃথক পৃথক আদেশে জামিন দেন। তবে জামিন আদেশের শর্ত দেওয়া হয় ২৫ ফেব্রুয়ারি রোববার প্রত্যেকের পাসপোর্ট আদালতে দাখিল করতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, রোববার পাসপোর্ট দাখিল না করায় আদালত প্রত্যেকের জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অ্যাডভোকেট জামিরুল আরও বলেন, ‘২৫ ফেব্রুয়ারি আমরা পাসপোর্ট দাখিল করার জন্য আদালতে গিয়েছিলাম। কিন্তু একটু দেরি হওয়ার কারণে আদালত পাসপোর্ট জমা নেননি। আসামিদের জামিন বাতিল করেন।’

এর আগে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জের ধরে তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলো দায়ের করেন প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক।

প্রত্যেক মামলায় লতিফুর রহমানের আরেক মেয়ে সিমিন রহমানকে আসামি করা হয়। লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমানকে দুটি মামলায় আসামি করা হয়। সিমিন রহমানের ছেলে যরাইফ আয়াত হোসেনকে একটি মামলায় আসামি করা হয়।

ট্রান্সকমের পাঁচ কর্মকর্তার মধ্যে দুজন ফখরুজ্জামান ভূঁইয়া ও কামরুল হাসানকে তিনটি মামলায় আসামি করা হয়। অপর তিন কর্মকর্তাকে একটি করে মামলায় আসামি করা হয়।

২৩ ফেব্রুয়ারি এই পাঁচজনের মধ্যে আবদুল্লাহ আল মামুনকে একটি মামলায়, কামরুল হাসানকে একটি মামলায় এবং ফখরুজ্জামান ভূঁইয়া মো. মোসাদ্দেক ও আবু ইউসুফ মো. সিদ্দিককে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভিন্ন ভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ড বাতিল করে জামিন দেন।

মামলাগুলোয় অবৈধভাবে ট্রান্সকম গ্রুপের শেয়ার স্থানান্তর, লতিফুর রহমানের টাকা বেআইনিভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান ডিএমপির

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরু কারাগারে

পান্থকুঞ্জ-হাতিরঝিল ধ্বংসের প্রকল্প বাতিল না হলে সচিবালয় অভিমুখে যাত্রা

সেকশন